শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের অঞ্চল ফরম্যাটে বাংলা ভাষার পাশাপাশি চাকমা ভাষা যুক্ত করেছে। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
চাকমা ভাষা ডিজিটালাইজেশনের সহকারী কর্মকর্তা জ্যোতি চাকমা সমকালকে বলেন, রিজিওন ফরম্যাটে যুক্ত হওয়ার ফলে চাকমা ভাষাভাষীর মানুষের পরিচয় আর সুনির্দিষ্ট হলো। এখন থেকে নির্দিষ্ট করে বলা যাবে আমি এই অঞ্চলের অধিবাসী।
জ্যোতি চাকমা আরও বলেন, চাকমা ভাষাকে রিজিওন অঞ্চলে যোগ করার জন্য এক বছর আগে ফেসবুকের কাছে ই-মেইল করেছিলাম আমরা। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ আমাদের আবেদন আমলে নিয়ে এ ঘোষণা দেয়।
তিনি বলেন, অনেকে না বুঝে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফেসবুকে অঞ্চল ফরম্যাটে চাকমা যুক্ত হয়েছে মাত্র, ভাষা ক্যাটাগরিতে নয়। ফেসবুকে ভাষা পুরোপুরিভাবে যুক্ত করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তা নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, বাংলাদেশ, ভারত ও পৃথিবীর অন্যান্য দেশ মিলে বর্তমানে চাকমা ভাষাভাষী মানুষের সংখ্যা ১০-১৫ লাখ।