ভারতে ফেসবুকের প্রধান হিসেবে যোগ দেয়ার ১৫ মাসের মধ্যে পদত্যাগ করলেন উমাং বেদি। বেদি যখন ভারতে ফেসবুকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন তখন ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার ফেসবুকের উদ্যোগটি সমালোচিত হয়। পরে ওই প্রজেক্টটি বন্ধও করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
বুধবার ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে উমাং বেদির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর হিন্দুস্থান টাইমস।
উমাং বেদির অধীনে ফেসবুক এক্সপ্রেস ওয়াই-ফাই নামে অনুরূপ একটি কিন্তু কম বিতর্কিত প্রকল্প চালু করে ফেসবুক। এই প্রকল্পটি ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে দিয়ে আসছিল। এ ছাড়া উমাং বেদির মেয়াদে ভারতে ফেসবুক ব্যবহারকারী কয়েকগুন বেড়েছে।
২০১৬ সালে কার্থিগা রেড্ডির স্থলাভিষিক্ত হয়েছিলেন উমাং বেদি। কার্থিগা রেড্ডিকে সে সময় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের নতুন প্রজেক্টে নেয়া হয়। তিনি ভারতে প্রথম ফেসবুকের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com