 
                                            
                                                                                            
                                        
দীর্ঘদিন হলো দলে নেই দেশের এক সময় ঝড় তোলা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তবে ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে ঠিকই তিনি ব্যট হাতে রান পাচ্ছেন। বৃহস্পতিবার আবার সেঞ্চুরি করেছেন আশরাফুল। এটি চলতি লিগে তার চতুর্থ সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে ভর করে লিগে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় সেরা পাঁচে উঠে এলেন তিনি।
আজ শুরু থেকে সতর্ককতার সঙ্গে খেলেন আশরাফুল। ৫০ এ পা রাখেন ৭২ বলে। শত রান পূর্ণ হয় আট চার ও দুই ছক্কায়। ১০৩ রান করে অপরাজিত থাকেন ১৩৭ বল খেলে।
বৃহস্পতিবার বিকেএসপির মাঠে রেলিগেশন লিগের প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে এ সেঞ্চুরি করেন আশরাফুল। তার দুর্দান্ত শতকে ভর করে অগ্রণী ব্যাংককে ২৪৭ রানের টার্গেট দেয় কলাবাগান ক্রীড়া চক্র।
এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আরও তিনটি সেঞ্চুরি করেন আশরাফুল। প্রথমটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে (১০৪), দ্বিতীয়টি অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২) এবং তৃতীয়টি মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে (১২৭)।