ফের বিশ্বসেরা রোনালদো

লেখক:
প্রকাশ: ৭ years ago

গত চার বছরে তিনবার! উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও জিয়ানলুইগি বুফোঁকে পিছনে ফেরে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন সিআর-৭।

গত চার বছরে তিনবার এই পুরস্কার পেলেন পর্তুগিজ তারকা।

৩২ বছরের রিয়াল তারকা চ্যাম্পিয়ন্স লিগে ১২টি গোল করে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন। গত মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪২টি গোল করেন রোনালদো। এর মধ্যে রিয়াল মাদ্রিদকে লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দেন পর্তুগিজ তারকা।

ইউরোপ সেরা ফুটবলারের সেরা ট্রফি হাতে নিয়ে রোনালদো বলেন, আমার লক্ষ্য থাকে প্রতি বছর এই ট্রফি জেতা। আমার ক্লাব ও জাতীয় দলকে ট্রফি জেতানো। এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। ফের ট্রফিটি তুলে ধরতে পেরে আমি সম্মানিত। আমি সতীর্থদের ধন্যবাদ জানায়।

মেসি শেষবার এই পুরস্কার জিতেছিলেন ২০১৫-তে। আর ২০১৪ ও ২০১৬-র পর ২০১৭-তে ট্রফি জিতে নিলেন রোনালদো। সেরা গোলকিপারের পুরস্কার জিতলে বুফোঁ। সেরা ডিফেন্ডার সের্জিও রামোস। সেরা মিড-ফিল্ডার লুকা মডিচ।