ফের বিয়ে করে তামিম জানালেন প্রথম সংসার ভেঙে গেছে

লেখক:
প্রকাশ: ২ years ago

ফের বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা। তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিয়ের ছবি পোস্ট করে এ খবর জানান তামিম নিজেই।

 

দীর্ঘ ৮ বছর প্রেম করার পর ২০১৯ সালে প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম মৃধা। সেই বিয়ে অনেক আগে ভেঙেছে বলেও আজ জানিয়েছেন এই অভিনেতা।

 

তামিম মৃধা তার ফেসবুকে পোস্টে লেখেন, ‘রাইসা ইসলামের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করার খবর জানাতে পেরে আমি খুবই আনন্দিত। অতীতে আমি যে সম্পর্কে ছিলাম, তা অনেক আগেই ভেঙে গেছে। ব্যক্তিগত বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করতে চাই নি। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। আপনি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।’

 

 

অভিনেতা হওয়ার ইচ্ছা তামিমের কখনো ছিল না। মজার ছলে বন্ধুরা মিলে ভিডিও তৈরি করে, সেগুলো ইউটিউবে প্রকাশ করতেন। সেখান থেকেই অভিনয়ের ডাক পান তামিম। তারপর অনেকটা সংগ্রাম করে আজকের অবস্থান তৈরি করেছেন। শুধু অভিনয় নয়, গানও করেন তামিম। পাশাপাশি একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করছেন এই অভিনেতা।