ফের দলে ডাক পেলেন শফিউল

লেখক:
প্রকাশ: ৭ years ago

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশে ফিরেছেন শফিউল ইসলাম। ফের ডাক পেলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় যেতে হচ্ছে তাকে। চোটের কারণে ছিটকে পড়া মুস্তাফিজুর রহমানের বদলে সীমিত ওভারের ক্রিকেটেও সুযোগ হলো তার।মঙ্গলবার দলের প্রধান নির্বাচক ও ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওর জায়গায় শফিউল আসবে। সে ওয়ানডে না টি-টোয়েন্টির জন্য, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’আরও একটি সিরিজ হারানোর লজ্জা এড়ানোর মিশনে কাল বুধবার মাঠে নামছে বাংলাদেশ। বোল্যান্ড পার্ক পার্লে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।সিরিজের প্রথম ওয়ানডেতে মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ জয়ের আশা কিছুটা তৈরি করেছিল। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয় আমলা-ডি ককের রেকর্ড পার্টনারশিপে। এ দুজনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের আরো ১টি বড় পরাজয়ের হতাশা যোগ হয়। প্রশ্ন উঠে বাংলাদেশর বোলিং আক্রমণ নিয়েও। তার পাশাপাশি ইনজুরির কারণে পারফরমাররা দল থেকে ছিটকে যাবার বিষয়টিতো আছেই।প্রথম ম্যাচে ছিলেন না দলের ওপেনার তামিম ইকবাল। আর ওই ম্যাচে চমৎকার ইনিংস খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। আর সেকারণে ফিল্ডিংয়েও নামেননি তিনি।তবে আশার কথা জানালেন মিনহাজুল আবেদীন। তিনি বলেন, দুজনেরই খেলার সম্ভাবনা আছে কালকের ম্যাচে।