ফেনীতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কাজীরবাগ গ্রামের রাজার দোকান এলাকায় ফেনী-পরশুরাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকেরাজার দোকান এলাকায় পরশুরাম থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ফেনী থেকে ফুলগাজীগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী হাসিনা আক্তার (২৮) ও তাঁর মেয়ে উম্মে হাফসা (২) নিহত হয়। এ সময় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়। নিহত হাসিনা আক্তার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত।
নিহত হাসিনা আক্তারের ভাই আলী হোসেন তাঁর বোন ও ভাগনির লাশ শনাক্ত করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, সড়ক ময়নাতদন্তের জন্য দুর্ঘটনায় নিহত মা ও মেয়ের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।