 
                                            
                                                                                            
                                        
ফেনসিডিল সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় চুয়াডাঙ্গায় ইসমাইল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জীবননগর থানা পুলিশ।
গ্রেফতার ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন যুবক ইসমাইল হোসেন। এ ঘটনায় তাকে ধরতে বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।