ফিলিস্তিনের ব্যাপারে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

গাজায় ফিলিস্তিনিদের সার্বভৌত্বের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানিয়েছে।

 

শুক্রবার প্রায় এক মাসের মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন বাইডেন ও নেতানিয়াহু। পরে বাইডেন সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন যে বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কিছু বিষয়ের সাথে সম্মত হতে পারেন।

শনিবার বাইডেনের সেই দাবিকে প্রত্যখ্যান করে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন যে হামাস ধ্বংস হওয়ার পরে ইসরায়েলকে অবশ্যই গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে যাতে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় না। এটি একটি প্রয়োজনীয়তা যা, ফিলিস্তিনি সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করে।’