ফিলিপাইনের পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, লুজোনের প্রধান দ্বীপের কাতান্ডুয়ানেস দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার রাত ৯ টার দিকে অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে।
তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪৫ কিলোমিটার।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) ক্ষতিগ্রস্ত প্রদেশের উপকূলরেখার কাছাকাছি বসবাসকারী লোকেদের আরও ভিতরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ মিটারের কম উঁচু ঢেউ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com