ফিফা র‌্যাঙ্কিংয়ে ফের পেছালো বাংলাদেশ!

লেখক:
প্রকাশ: ৩ years ago

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফের পেছালো বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজরা ১৮৮ থেকে নেমে ১৮৯তম স্থানে জায়গা পেয়েছে। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতেরও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। বাংলাদেশ এক ধাপ নামলেও ভারত নেমেছে দুই ধাপ। ১০৫ থেকে তারা এখন ১০৭তম স্থানে নেমে গেছে। তবে সাফ অঞ্চলের অন্য দেশগুলোর অবস্থান অপরিবর্তিতই আছে। মালদ্বীপ ১৫৮, নেপাল ১৬৮, ভুটান ১৮৭ ও শ্রীলঙ্কা আগের মতই ২০৫তম স্থানে রয়েছে। ফিফার নিষেধাজ্ঞায় থাকা সত্বেও পাকিস্তানের নাম আছে ১৯৮তম স্থানে।

অন্যদিকে নতুন ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একধাপ এগিয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। তবে অবনমন ঘটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। তারা আছে চারে। আগের মতো পাঁচে আছে ইতালি, আর্জেন্টিনা ছয়ে, এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে পর্তুগাল। এক ধাপ পিছিয়ে তাদের পরে আছে স্পেন। নবম স্থান ধরে রেখেছে মেক্সিকো। আর এক ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে উঠেছে ডেনমার্ক। জানা গেছে আগামী ২১ অক্টোবর পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।