মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা বাস্তবের সফল জুটি। তারা শোবিজেও জনপ্রিয় জুটির নাম। একজন ক্যামেরার সামনের নন্দিত তারকা আরেকজন ক্যামেরার পেছনে। তারা একসাথে বেশ জনপ্রিয় কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন।
এছাড়া তারা একসাথে বেশ কিছু বিজ্ঞাপনও করেছেন। তবে এই জায়গাটিতে অনেকদিনের বিরতি ছিলো এই জুটি। তিশা এবং ফারুকী আবার এক হলেন বিজ্ঞাপনচিত্রে। ফারুকীর পরিচালনায় ‘ডাবর মেথি আমলা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনে তিশাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
বিজ্ঞাপনটি বিশ্ব নারী দিবস থেকে টেলিভিশনে প্রচার হচ্ছে। দর্শকমহলে বিজ্ঞাপনটি বেশ আলোচিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, বিজ্ঞাপনটি তৈরির আগে ফারুকী একজন অনিন্দ্য সুন্দরী তরুণীর সন্ধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে অনেকেই তিশার নাম বলেন। নির্মাতাও ভক্ত-দর্শকের কথা রাখতেই তিশাকে নিয়ে টিভিসিটি নির্মাণ করেন।
আর বিজ্ঞাপনটি প্রচারের পর মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘ভদ্রমহিলার সঙ্গে বহুদিন পর বিজ্ঞাপন করার সুযোগ হইলো।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com