ফাইনালে চোখ রেখে ভুটানের বিপক্ষে নামবে তহুরারা

:
: ৭ years ago

বিজয়ের মাসে দারুণ এক জয় দিয়ে সাফ নারী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশের আগামীকালই (মঙ্গলবার) নিশ্চিত হতে পারে ফাইনাল। রোববার নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া তহুরা-মারিয়াদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভুটান। যারা প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে ৩-০ গোলে।

আগামীকাল জিতলেই ফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। খেলা শুরু হবে কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ১১ টায়। বেলা আড়াইটায় দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে নেপালের সঙ্গে।

টুর্নামেন্টের দল চারটি। তাই গ্রুপ না করে খেলা হচ্ছে লিগ ভিত্তিতে। একে অন্যের সঙ্গে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশই এ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ধরেই নেয়া হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যেই হবে দক্ষিণ এশিয়ার নতুন এ টুর্নামেন্টের শিরোপার লড়াই। প্রথম দিনের দুটি ম্যাচে জিতেছে এ দুই দেশই।

ফাইনালে যেতে হলে বাংলাদেশের প্রধান কাজ ভুটানকে হারানো। জিতলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। পরের ম্যাচে নেপাল না জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল।

নেপাল জিতলে ফাইনালে ওঠার সমীকরণ বদলে যাবে। তখন শেষ দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে ফাইনাল খেলবে কোন দুই দেশ। শেষ দিনে বাংলাদেশ খেলবে ভারতের বিরুদ্ধে এবং নেপালের প্রতিপক্ষ ভুটান।

আগামীকালের ম্যাচ নিয়ে বাংলাদেশের তেমন কোনো দুশ্চিন্তা নেই। নেপালকে উড়িয়ে দেয়ার পর ভুটান দূর্বল প্রতিপক্ষই বাংলাদেশের সামনে। যদিও বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এবং খেলোয়াড়রা প্রতিপক্ষকে দূর্বল মানতে নারাজ। তাদের চোখে প্রতিপক্ষ প্রতিপক্ষই। নিজেদের খেলাটা খেলবে। তিন পয়েন্টের পাশাপাশি বেশি গোল পাওয়ার চেষ্টাও থাকবে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের। তিন দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

অর্ধডজন গোলে জিতলে নেপালের বিরুদ্ধে ম্যাচটি টাফই ছিল। যে কারণে রোববার অনুশীলনে রিকোভারির দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘একটা টাফ ম্যাচের একদিন বিরতির পর আরেকটি ম্যাচ। এ কারণে রিকোভারিতেই গুরুত্ব দিয়েছি। দলের সবাই ভালো আছে, কারো ইনজুরি নেই। নেপালের বিপক্ষে অনেক গোল মিস করেছে মেয়েরা। সমস্যাগুলো কি ছিল ওদের সেটা বুঝিয়ে দিয়েছি। ভুটান আগের ম্যাচের ফল নিয়ে আমাদের ভাবনা নেই। আশা করি, ভালো ফুটবল খেলেই আমরা ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারবো।’