কোয়ালিফায়ার রাউন্ডে এসে জ্বলে উঠলেন জেমকন খুলনার ব্যাটসম্যানরা। আসরের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দাঁড় করিয়েছে বিশাল সংগ্রহ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাহমুদউল্লাহ বাহিনীর সংগ্রহ ৭ উইকেটে ২১০ রান।
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেছে চট্টগ্রামের ব্যাটসম্যানরা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু খুলনার। জহুরুল অমি আর জাকির হাসানের জুটিতে আসে ৭১ রান। ২২ বলে ১৬ রান করে আউট হন জাকির।
অন্য প্রান্তে ঝড় তোলেন জহুরুল। ৫১ বলে ৮০ রানের একটি ইনিংস খেলেন তিনি।
১২ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইমরুল কায়েসও। আসরে প্রথমবারের মতো বড় ইনিংস খেলার আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে মোস্তাফিজের বলে বোল্ড হলে থামে সেটি। তার আগে খেলেছেন ১৫ বলে ২৮ রানের একটি ইনিংস।
মাত্র ৯ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস এসেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ৯ বলে ১৫ রান করেন আরিফুল হক।
সবার এমন আক্রমনাত্মক ব্যাটিংয়ে, ফাইনালে ওঠার লড়াইয়ে বড় একটা সংগ্রহ পেয়েছেন খুলনা। চট্টগ্রামকে দিয়েছে ২১১ রানের টার্গেট।
এই ম্যাচে যারা জিতবে, প্রথম দল হিসেবে তারা পা রাখবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com