ফাইনালের জন্য সেরা ব্যাটিং তুলে রেখেছে বরিশাল

:
: ২ years ago

পাওয়ার প্লেতে ফরচুন বরিশাল কোনো উইকেট না হারিয়ে তোলে ৫৭ রান। কিন্তু ২০ ওভার শেষে দলটির রান দেড়’শও পার হয়নি। ৮ উইকেট হারিয়ে থামে ১৪৩ রানে। বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে ১০ রানে জিতেছে ঠিকই, কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটসম্যানদের রান খরায় সন্তুষ্ট হতে পারেননি। তবে এটাও জানিয়ে রেখেছেন ফাইনালে তারা তাদের সেরা ব্যাটিংটা করবে।

ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করে সাকিব বলেছেন ব্যাটসম্যানরা ফাইনালে সেরাটা দেখাবে, ‘আমরা বোলিংয়ে সব ধরণের বৈচিত্র্য দিয়ে কাভার করেছি। আশা করি ফাইনালে আমরা আমাদের ব্যাটিং বিভাগের সেরাটা দেখাতে পারবো।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৩ রানে থামে কুমিল্লা। ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে ট্রফির লড়াইয়ে নামবে বরিশাল। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া কুমিল্লার সামনে আরও ১টি সুযোগ থাকছে। তারা ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

শুরু থেকেই সাকিবের দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় ছিল। প্রতিনিয়ত দেখা গেছে ব্যাটিং অর্ডারে ওলটপালট অবস্থা। মুনিমের খেলা শুরুর পর থেকে ওপেনিং নিয়ে সমস্যা কাটে। মাঝে ম্যাচগুলোতে মিডল অর্ডারে রান তুলেছেন সাকিব নিজেও। আজ তিনি ব্যর্থ। মিডল অর্ডারও যেন মুখ থুবড়ে পড়ে। মুনিম (৪৪), গেইল (২২) ছাড়া কেউ পার হতে পারেনি দুই অঙ্কের কোটায়।

 

বরিশাল আগে ব্যাট করে মাত্র দুবার দেড়’শ এর বেশি রান করতে পেরেছে। আর বাকিগুলোতে থেমেছে দেড়’শ কিংবা তার আশেপাশেই।

মুনিমের প্রশংসা করে সাকিব বলেন, ‘হ্যাঁ, সে ফরচুন বরিশালের হয়ে খুব ভালো করছে। আর একটা ম্যাচ বাকি আছে আশা করি আমাদের ওপেনাররা ভালো করবে।’

কখনো হাল ধরেছেন মুজিব উর রহমান, কখনো সাকিব নিজে। আর কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠেন রানা। নিজের শেষ দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ১ উইকেট। এতেই ম্যাচ বরিশালের হাতে চলে আসে।

 

সাকিব বলেন, ‘আপনাকে অবশ্যই আপনার বোলারদের উপর বিশ্বাস রাখতে হবে। সব মিলিয়ে টুর্নামেন্ট জুড়েই তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলেছি আমরা, আর একটা ম্যাচ বাকি, আশা করি সেটাও ভালোভাবে শেষ করতে পারবো।’