‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুস্থ ও নিরাপদ থাকুন’-এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর শহরে মাদকবিরোধী প্রচারণায় নামলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
জেলা পুলিশের উদ্যোগে বুধবার সকাল ১১টার দিকে শহরের জনতা ব্যাঙ্ক মোড় এলাকায় মাদকবিরোধী প্রচারণায় অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার মো. জাকির হোসেন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, মো. জামাল পাশা, কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম প্রমুখ।
পরে তারা মুজিব সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়িতে স্টিকার লাগিয়ে দেন। এছাড়া সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে মাদকের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করেন।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে ফরিদপুরের প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তারপরেও কেউ যদি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করব। তবে স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com