জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) দম্পতি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে
মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর বংশাল থানায় এ মামলা দায়ের করা হয়।
এ দম্পতির নামে প্রায় সাড়ে ৮ কোটি টাকার এফডিআর আছে এমন তথ্য-উপাত্ত খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে অবৈধভাবে এসব অর্থ-সম্পদ অর্জন করার দায়ে স্ত্রীসহ পুলিশ সুপারের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক। গতকাল সকালে দুদকের বোর্ড সভায় এ মামলার অনুমোদন দেওয়া হয়। পরে দুপুরে এ মামলা দায়ের করা হয়। দুদক জানায়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর যৌথ নামে ৮ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩৬৭ টাকার এফডিআর খুঁজে পাওয়া যায়। এ এফডিআর রাজধানীর ওয়ান ব্যাংকের বংশাল শাখা, এলিফ্যান্ট রোড শাখা এবং যশোরের ওয়ান ব্যাংক শাখায় গচ্ছিত ছিল। কিন্তু পুলিশ সুপার ওই অর্থ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন রেখেছেন। এমনকি দুদকের অনুসন্ধানেও ওই আয়ের যথাযথ উৎস খুঁজে পাওয়া যায়নি। তাই অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে স্ত্রীসহ পুলিশ সুপারের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com