ঢালিউডের সুদর্শন নায়ক জায়েদ খান নতুন পরিচয়ে আসছেন। এবার দর্শকরা একজন গায়ক হিসেবে পাবেন তাকে।
অন্তর জ্বালা খ্যাত নায়ক এরই মধ্যে নিজের গাওয়া প্রথম গানের রেকর্ড করেছেন। গানটির শিরোনাম ‘মুই বরিশাইল্লা’। এতে প্রতীক হাসানের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন জায়েদ খান।
জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং হিসেবে গানটি ব্যবহৃত হবে।
এ ব্যাপারে জায়েদ খান বলেন, আমাকে মানুষ চলচ্চিত্র অভিনেতা হিসেবেই চেনেন। তবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম আমি। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি।
তিনি আরও বলেন, ‘মুই বরিশাইল্লা’ গানটি সুর করার পর সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আর আমিও আপত্তি করিনি। ভালো কিছু করার চেষ্টা ছিল। আশা করছি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com