প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান শেষের আগেই দেশ ছাড়লেন হ্যারি-মেগান

:
: ২ years ago

রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তিতে বাকিংহাম প্রাসাদ চত্বরে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান শেষ হওয়ার এক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দেশ ছেড়েছেন হ্যারি ও মেগান।

দ্য ডিউক ও ডাচেস অব সাসেক্সকে শুক্রবার সেন্ট পলস ক্যাথেড্রালের থ্যাঙ্কসগিভিং সার্ভিসে জনসম্মুখে শেষ বারের মতো দেখা যায়।

ব্রিটিশ রাজ পরিবারের এই দম্পতি অনুষ্ঠানের অধিকাংশ সময়ই অনুপস্থিত ছিলেন। সময় কাটিয়েছেন ফ্রগমোর কটেজে। তাছাড়া তারা প্ল্যাটিনাম পার্টিতেও যোগ দেননি।

রক ব্যান্ড কুইন, ডায়ানা রস, ব্যান্ড ডুরান ডুরান, রড স্টুয়ার্ট, ক্রেগ ডেভিড, অ্যলিসিয়া কিজের মতো জনপ্রিয় পপ তারকাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য বাকিংহামের সামনে জড়ো হন ২২ হাজারেরও বেশি মানুষ।

প্রথমে সবাই ভেবেছিলেন, হাঁটুর ব্যথায় করণে রানি উইনসর থেকে বাকিংহামে আসতে পারবেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ মুহূর্তের দিকে বাকিংহামের বারান্দায় এসে দাঁড়ান রানি। পাশে চার্লস। কনসার্টে তখন গান গাইছেন নতুন প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। রানিকে দেখে তিনি ব্রিটেনের জাতীয় সঙ্গীত শুরু করেন।