প্রয়োজন ছাড়া বাসার বাহিরে এলে জবাবদিহি করতে হবে, আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে

লেখক:
প্রকাশ: ৪ years ago

আজ থেকে সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, এবার বাসার বাহিরে এলে জবাবদিহি করতে হবে আজ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে। আপনার ভুলের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন তার দায় নেবেনা নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পাশাপাশি তিনি আরো একটি বার্তায় বরিশাল বাসির প্রতি আহবান জানিয়ে বলেন।

দেশে বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগে সরকারের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হবে। সেজন্য নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করার আহবান রইলো,

১/সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীকে এক জায়গায় জমায়েত না করে লত্রাণসামগ্রী তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া,

২/ স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততার মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের জন্য প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী বাছাই করা,

৩/ ত্রাণসামগ্রী বিতরণে দ্বৈততা পরিহার করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা,

৪/ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণসামগ্রী প্রদানের জন্য তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনের সম্পৃক্ততা।

সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং দরিদ্র ও প্রান্তিক আয়ের জনগোষ্ঠীকে নিরাপদ রাখতে সক্ষম হবো।