প্রয়োজনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে: মাহী বি. চৌধুরী

লেখক:
প্রকাশ: ৬ years ago

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে বিকল্পধারা বাংলাদেশ নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী।

নতুন প্রেসিডিয়ামের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মাহী বি. চৌধুরী।

এসময় তিনি আরও বলেন, ৩০০ আসনের একটি রিপোর্ট আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রেসিডিয়াম সভায় উত্থাপনের জন্যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এবং ৩০০টি আসনে সমন্বয়ের জন্যে বিকল্প ধারার সহযোগী সংগঠন প্রজন্ম ধারাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রয়োজনের বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নেবে।