বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাংবাদিক নেতা প্রয়াত লিটন বাশার’র জন্মদিন আজ রোববার। তিনি ১৯৭৪ সালের ৭ অক্টোবর বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ২০১৭ সালের ২৭ জুন মাত্র ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেন।
তরুণ ও মেধাবী এই নেতা সাংবাদিকদের দাবি আদায়ে রাজপথে ছিলেন সোচ্চার। হয়েছেন হামলার শিকার।
লিটন বাশার ১৯৯৬ সালে দৈনিক শাহনামা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে বিবিসি, দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বাংলাবাজার, আজকের বার্তা, আজকের পরিবর্তন, বরিশাল প্রতিদিন, দৈনিক ভোরের আলোসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বরিশাল প্রেসক্লাব নির্বাচনে একাধিকবার বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
পেশার খাতিরে এই সাংবাদিক ঘুরে বেড়িয়েছেন চর কুকরী-মুকরী, ঢালচর, চরপাতিলা থেকে গলাচিপার চরবিশ্বাস, ছোট বাইশদিয়া, বড় বাইশদিয়াসহ দক্ষিণাঞ্চলের বহু দুর্গম এলাকায়। পাথরঘাটার পদ্মা স্লুইজ, হরিণঘাটা থেকে সুন্দরবনের গহিন অরণ্য ছিল তাঁর নখদর্পণে। আগুন মুখা, বলেশ্বর ও বিষখালী নদীর উত্তাল ঢেউ ভেঙে তিনি ছুটে চলেছেন কলম সৈনিক হয়ে। তার স্বরুপ ১৯৯৯ সালে তিনি পেয়েছিলেন প্রাকৃতজন পুরস্কার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com