সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর কমান্ডের সাংগঠনিক সম্পাদক মো. কাওছার আহমেদ এর পরিবারের খোঁজ খবর নিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শনিবার তিনি প্রয়াতের বাসভবনে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি মরহুমের স্বজনদের শান্তনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি রমহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন প্রতিমন্ত্রী।
এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু ও বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।