প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অনশন, অবশেষে বিয়ে

লেখক:
প্রকাশ: ২ years ago

গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন অনশনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন প্রেমিক যুগল।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রায়েদ ইউনিয়নের সদস্য কামাল হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে ৪ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরো জানান, এর আগে বুধবার (২৬ জানুয়ারি) বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের পূর্ব বেলাশী এলাকার আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে ফয়সাল আব্দুল্লাহ আল-মামুনের বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন একই এলাকার আওলাবর বিবাদীয়া গ্রামের এই প্রেমিকা।

জানা গেছে, ফয়সালের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক তার। পরবর্তীতে বিয়ে না করে কালক্ষেপণ করায় ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন এই প্রেমিকা।

রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম হিরণ মোল্লা বলেন, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয়ের সম্মতিতে বিয়ে সম্পন্ন করেছেন।