গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন বিজেপি নেতা মোহিত সোনকর। খবর পেয়ে ছুটে আসেন মোহিতের স্ত্রী, শাশুড়ি ও বেশ কয়েকজন।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডে ধরা পড়া মোহিতকে তার গাড়ি থামিয়ে নামতে বাধ্য করেন স্ত্রী মণি সোনকর। এরপর তার স্ত্রী, শাশুড়ি ও আরও কয়েকজন মোহিত ও তার প্রেমিকাকে মারধর করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা যায়, গাড়িতে প্রেমিকাকে নিয়ে ঘুরছিলেন মোহিত। খবর পেয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে ওই বিজেপি নেতাকে নামান তার স্ত্রী। এরপরই পায়ের জুতা খুলে মারধর শুরু করেন মণি। স্ত্রীর সঙ্গে থাকা শাশুড়ি এবং আরও কয়েকজনও মারতে ছাড়েননি এই বিজেপি নেতাকে। আবার এই জুতাপেটার ভিডিও নিজেই সামাজিকযোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মোহিতের স্ত্রী।
মোহিত বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। মোহিত অন্য সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরে জুতাপেটা ও মারধর করেন তার স্ত্রী। এমনকি স্ত্রী ও শাশুড়ির জুতাপেটা থেকে মোহিতের বান্ধবীরও রেহাই মেলেনি।
খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জুহি থানার পুলিশ। দুই পক্ষকে থানায় নেওয়ার পর মোহিতের স্ত্রী মণি সোনকর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com