রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক কলেজছাত্রী (২০)। বুধবার (৬ এপ্রিল) আড়াইটার দিকে দুই পরিবারের সঙ্গে কথা বলে ওই ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে প্রেমিক জনি আহম্মেদ নামের এক যুবকের বাড়িতে ওই ছাত্রী অবস্থান নেন। বিয়ে না করা পর্যন্ত তিনি প্রেমিকের বাড়ি থেকে যাবেন না বলেও জানান স্থানীয়দের।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ৭ বছর ধরে উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দ সরকার পাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে জনি আহম্মেদের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছে। তরুণীর অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। কিন্তু তিনি জনি ছাড়া কাউকে বিয়ে করবেন না। বিষয়টি জনিকে জানানোর পরও তিনি সাড়া না দেওয়ায় অনশন শুরু করেন কলেজছাত্রী। বিষয়টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে জানার পর দুই পরিবারের সঙ্গে কথা বলে তরুণীকে বাড়ি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাউসা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, ঘটনাটি জানার পর বাঘা থানাকে জানিয়েছি। পরে থানা থেকে পুলিশ আসে। মেয়ের অভিভাবক ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে তাকে বাড়ি পাঠানো হয়েছে। পরে স্থানীয়ভাবে বসে বিষয়টির সমাধান করা হবে।
এ বিষয়ে জনির মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তার পরিবারের কোনো সদস্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।