ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, প্রিয়া সাহার পেছনে একটি বড় মহল কাজ করছে। সে কারনে তার চুল ছেড়ার ক্ষমতাও এ সরকারের নেই। তবে প্রধানমন্ত্রী প্রিয়া সাহার বিচার না করতে পারলে আপনাকে গদী থেকে নামিয়ে জণগন তার বিচার করবে।
রোববার (২১ জুলাই) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথি’র বক্তৃতায় মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেছেন।
বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা ও মহানগর কমিটি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন মহানগর কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান।
প্রধান অতিথি আরো বলেন, প্রিয়া সাহা নিজের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করেছে। সরকারের উচিৎ প্রিয়া সাহার বিচার করা। শুধু প্রিয়া সাহাই নয়, তাকে রাষ্ট্রদ্রোহী কাজের পরামর্শদানকারীকেও শাস্তির আওতায় আনতে হবে।
সরকারের প্রতি দাবী তুলে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা আগেও বলেছি দেশের সকল ভূঁইফোর সংগঠন বাতিল করে দিন। আবারো বলছি এসব ভূঁফোর সংগঠনগুলো বাতিল করে ইসলামিক সংগঠনগুলোকে প্রাধান্য দিন। এতে অন্তত দেশের ভাবমুর্তি উজ্জল হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল মহানগরের প্রধান উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাছির আহমাদ কাওছার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল মহানগর কমিটির সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ জাকারিয়া হামিদী, জেলার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।
পরে দোয়া-মোনাজাতে দেশ ও মুসলিম জাতীর শান্তি কামনার মধ্যে দিয়ে ইসলামী যুব আন্দোলন এর প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনের সমাপ্তি হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com