নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রাসাদের ভিতরে আটকে রেখেছে প্রেসিডেন্ট গার্ডরা। বুধবার সকাল থেকে সামরিক যানবাহন দিয়ে প্রাসাদ ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।
প্রেসিডেন্ট এবং নিরাপত্তা সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের পাশের মন্ত্রণালয়গুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাসাদের অভ্যন্তরে কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারছে না।
রয়টার্সের একজন প্রতিবেদক জানিয়েছেন, সকালে রাজধানী নিয়ামির সড়কগুলোতে যান চলাচাল স্বাভাবিক ছিল। এছাড়া ইন্টারনেট সেবাও স্বাভাবিক রয়েছে।
২০২১ সালের মার্চ মাসে নাইজারে একটি ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টাও হয়েছিল। প্রেসিডেন্ট হিসাবে বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com