প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন স্থগিত

:
: ৭ years ago

বেতন স্কেলে বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকের প্রতিনিধি দলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদস্য তপন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আমাদের বলেছেন তিনি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন।
এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কর্মসূচি শুরু করে। সহকারী শিক্ষকদের আটটি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। সংগঠনের নেতারা বলেছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।