প্রাইভেট কারসহ ১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

একটি সাদা রঙের প্রাইভেট কারসহ ১৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আতিকুর রহমান মামুন(৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ২৫ জানুয়ারি ২০১৮ রাত ০০.৩৫ টায় কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজা অফিসের সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমান ইয়াবা ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মামুনসহ পলাতক একজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।