প্রস্মিতা পালের মুখ খোলা নিষেধ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

কণ্ঠশিল্পী প্রস্মিতা পালের আরেকটি পরিচয় হচ্ছে তিনি গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায়ের স্ত্রী। অনুপম রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রস্মিতার জনপ্রিয়তার গ্রাফ  উর্দ্ধমুখী। এই জনপ্রিয়তা উপভোগও করছেন এই কন্ঠশিল্পী। তারপরেও নাকি তার মুখ খোলা নিষেধ! কিন্তু কেন?

 

‘হাইওয়ে’ সিনেমায় অনুপমের সঙ্গে প্রথম গান গেয়েছিলেন প্রস্মিতা। গানের শিরোনাম হচ্ছে ‘তোমায় নিয়ে গল্প হোক’। গানের কথায় যেন সত্য হয়ে গেলো। বিয়ের আগে এক বছর চুটিয়ে প্রেম করেছেন এই দুই তারকা। প্রেমের গল্পটা এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রস্মিতার ইচ্ছা, মানুষ তাকে গানের জন্য ভালোবাসুক।

এখন গান নিয়ে তার ব্যস্ততা কেমন? এই প্রশ্নের উত্তরে স্থানীয় এক গণমাধ্যমকে প্রস্মিতা বলেছেন, কয়েকটা সিনেমায় প্লেব্যাক করেছেন। নতুন অনেক কাজের কথাও চলছে। কিন্তু সেগুলো নিয়ে এখনই মুখ খোলা নিষেধ।

 

তার শিল্পীসত্তা অনুপমের প্রচণ্ড পছন্দ এ কথাও জানিয়েছেন প্রস্মিতা পাল।