প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৪ years ago

বিসিএস ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মাহমুদুল হাসান আজাদ (৩৬), নাহিদ (২৫), রাসেল আলী (২৯), রুহুল আমীন (২৫), খালেকুর রহমান টিটু (২৯), আহমেদ জুবায়ের সাইমন (২৬) ও ইব্রাহিম (২৪)।

গত শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, চক্রের সাতজনকে গ্রেফতার করেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পরীক্ষার্থীর মাধ্যমে কেন্দ্র থেকে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রশ্ন কেন্দ্রের বাইরে নিয়ে আসেন। সেই প্রশ্ন এক্সপার্ট গ্রুপ দিয়ে সমাধান করে ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীর কাছে সরবরাহ করেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জনতা ব্যাংকের এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ অফিসার (এইও) পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রও সমাধান করে দেওয়া হয়েছে একই প্রক্রিয়ায়। সেই তথ্য ধরে তদন্ত করে এদের গ্রেফতার করা হয়েছে।