ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দুর্নীতি ও ক্যাসিনোর উন্নয়নে দেশ ভাসছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলেও সরকার দুর্নীতি ও ক্যাসিনো উন্নয়ন করেছে। প্রতিদিন নতুন নতুন দুর্নীতির চিত্র ফুটে উঠছে।
পীর বলেন, প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে। একদিকে দুর্নীতি অপরদিকে ক্যাসিনো সমানতালে চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্ত। দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়। তিনি আরও বলেন, দেশের সম্পদ দুর্নীতিবাজরা লুটেপুটে শেষ করে ফেলেছে। আজ নিত্য-প্রয়োজনীয় জিনিসের বাজারে আগুন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের করালগ্রাসে সর্বস্বান্ত। এগুলো দেখার কেউ নেই।
বুধবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, উন্নয়নে বালিশ দুর্নীতির দৃশ্য বিভিন্ন প্রতিবেদনে পুনরায় উঠে এসেছে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পর চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আগেই দুর্নীতির নীল নকশা ফুটে উঠেছে। এখানে একটি বালিশের মূল্য ২৭,৭২০ ও কাভার মূল্য ২৮,০০০ টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ৩৫ হাজার টাকা, ১৫ টাকার টেস্টটিউবের দাম ৫৬ হাজার টাকা। এভাবেই দেশের সম্পদ কুক্ষিগত করার চিত্র ফুটে উঠছে।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, মঠবাড়ীয়া উপজেলা সভাপতি মাওলানা ছগির হোসাইন, মাওলানা শিহাবুদ্দিন শেহাব কাসেমী, মাওলানা বেলায়েত হোসেন, ছাত্রনেতা এম এম রেদওয়ান প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com