দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে সিলেটের বন্দরবাজারে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-ছাত্রদলের ৪৭ নেতার নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি করা হয়েছে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদকে। অথচ দীর্ঘ দুই বছর ধরে তিনি দেশে নেই। বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন।
বৃহস্পতিবার খালেদা জিয়ার বিপক্ষে রায়ের পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০/১৭০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ২২ নম্বর আসামি করা হয়েছে সাবেক এ ছাত্রদল নেতাকে।
জানা গেছে, নূরুল আলম সিদ্দিকী খালেদ প্রায় দুই বছর আগে কাতার চলে যান। তিনি তখন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন। তখন ধরপাকড় এড়াতে অনেকটা গোপনেই দেশ ছেড়ে চলে যান খালেদ। বিদেশ চলে যাওয়ার প্রায় তিন মাস পর কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা বিষয়টি জানতে পেরে সিলেট মহানগর ছাত্রদলের কমিটি স্থগিত করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, খালেদ বিদেশে আছেন কিনা সে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
তিনি বলেন, খালেদ যদি সত্যিই বিদেশে থাকেন তাহলে কেন তাকে মামলার আসামি করা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।