প্রধান কোচের ব্যাপারে মন্তব্য না করাই ভালো: মাহমুদউল্লাহ

লেখক:
প্রকাশ: ৭ years ago

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে প্রধান কোচ ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিটের পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সফলতার মুখ দেখেনি টাইগার শিবির। এই পারফরম্যান্সই বলে দিচ্ছে টিম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রধান কোচ খুঁজছে বিসিবি। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘এখন কোচ দরকার কিনা এই বিষয়ে আমার মন্তব্য না করাই ভালো। এটা অন্যরকম একটা ইস্যু।’ নিজেদের দায়িত্বের কথা স্মরণ করে মাহমুদউল্লাহ আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। কিভাবে টি-টোয়েন্টিতে এগিয়ে যাব সেটা চিন্তা করা উচিত। এটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে করতে হবে। খুঁটিনাটি সব বের করতে হবে যে কোথায় ভুলগুলো করছি। না হলে সফল হওয়ার সম্ভাবনা কম।’