প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৫ years ago

কক্সবাজারের টেকনাফে প্রায় তিনশ কোটি টাকা ব্যয়ে শাহপরীর দ্বীপ থেকে ঘুমধুম পর্যন্ত বেড়িবাঁধের পুনঃনির্মাণ ও প্রতিরক্ষা কাজ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শনিবার সকালে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ পরিদর্শনের সময় প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলে উন্নয়ন হচ্ছে। চলমান এই উন্নয়নের ধারা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

এ সময় সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উখিয়া-টেকনাফের নাফ নদী বরাবর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করা হয়।