‘প্রধানমন্ত্রী যথাসময়ে করোনা ভ্যাকসিন আনতে পেরেছেন’

লেখক:
প্রকাশ: ৪ years ago

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে করোনা ভ্যাকসিন দেশে আনতে সক্ষম হয়েছেন। সরকারের এ সাফল্যে বিএনপি উদ্ভ্রান্ত। তারা উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছে।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

করোনার টিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘২০ লাখ টিকা চলে এসেছে। উপহার হিসেবে ভারত সরকার আমাদের দিয়েছে। এজন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। এখানে বিএনপি লুটপাট কেন দেখতে পাচ্ছে, সেটা আমি জানি না। যারা সব সময় লুটপাটের কথা চিন্তা করে, তারা এ ধরনের কথা বলতে পারে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন সবকিছুতে লুটপাটের সঙ্গে যুক্ত ছিল। হাওয়া ভবন গঠন করে যে লুটপাট করেছিল, এজন্য দুর্নীতিতে পরপর চারবার এককভাবে চ্যাম্পিয়ন আর একবার আফ্রিকার একটি দেশের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়।’

ভারত থেকে আসা ভ্যাকসিন ফ্রন্টলাইন ফাইটারদের প্রথমে দেওয়া হবে, জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি সামাল দিয়েছেন। শুধু তা নয়, বিশ্বব্যাপী তার নেতৃত্ব প্রশংশিত হয়েছে। ব্লুমবার্গ বলেছে যে, উপমহাদেশে বাংলাদেশ করোনা মোকাবিলার ক্ষেত্রে সবার ওপরে, সমগ্র পৃথিবীতে ২০তম। এই করোনা মহামারির মধ্যে মাত্র ২২টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশের অবস্থান জিডিপি গ্রোথ রেটের হার অনুযায়ী তৃতীয়।’