প্রধানমন্ত্রী বরাবর উত্তীর্ণ শিক্ষার্থীকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে স্মারকলিপি

লেখক:
প্রকাশ: ৪ years ago

আজ ১০ জুন বুধবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলা বার এ্যাসোসিয়েসন শিক্ষানবীশ আইনজীবীদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে বরিশাল জেলা বার এ্যাসোসিয়েসন শিক্ষানবীশ আইনজীবীদের পক্ষে মোঃ বাবুল হোসেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, ২০১৭ এবং ২০২০ সালে অনুষ্ঠিত তালিকাভুক্তির এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অতিদ্রুত লিখিত পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি জানান। বাংলাদেশের বার কাউন্সিলের ২০১১ সালের পূর্বে বাংলাদেশ বার কাউন্সিলে এ বছরে দুইবার অর্থাৎ ছয় মাস পর পর নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হতো, কখনো মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই পূর্বক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হতো।

কিন্তু বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কারণে পরীক্ষা শুরু থেকে শেষ করতে ২/৩ বছর লেগে যায় ফলে ৪ বছর পর পর বার কাউন্সিলের পরিক্ষা অনুষ্ঠিত হয় এতে করে একজন শিক্ষানবীশ আইনজীবী থেকে আইনজীবী হয়ে উঠতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এসময় তারা মানবেতর জীবনযাপন করে থাকে তাই বাংলাদেশ বার কাউন্সিল এর এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশগনকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবি জানাচ্ছি বরিশাল জেলা বার এ্যাসোসিয়েসন শিক্ষানবীশ আইনজীবীবৃন্দ।