#

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’-এর কিছু অংশ গেয়ে শোনান তিনি।

অবশ্য গানের কয়েক লাইন গাইবার পর তা শোনানর অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর সেই অনুরোধ রক্ষায় উপস্থিত সকলে মিলে গানটির বাকি অংশ গেয়ে শোনান।

এদিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় শোধনাগারটি নির্মিত হয়েছে। এই শোধনাগারে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পরিশুদ্ধ হচ্ছে।

এর আগে রবিবার সাকিব আল হাসানের বাসায় নিজ হাতে রান্না করা খাবার পাঠিয়ে চমকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন