প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করাসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।

দ্বিধাবিভক্ত আন্দোলনকারীরা ফের একত্র হয়ে আন্দোলনে নেমেছে। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা, গ্রেফতারকৃত সবার মুক্তি, আহতদের চিকিৎসার দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কোটা সংস্কার আন্দোলনবিষয়ক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকালে হাজার হাজার শিক্ষার্থী ফের বিক্ষোভে নামে।

এর আগে মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের মূল কমিটি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকে। সেখানে ঘোষণা দেয়া হয়, বিকাল ৫টার মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দেয়া বক্তব্য প্রত্যাহার না হলে সারা দেশে ফের অবরোধ শুরু হবে।

কিন্তু দাবি অনুযায়ী বক্তব্য প্রত্যাহার না করলে বিকাল ৫টা ৫০ মিনিটে পুনরায় সংবাদ সম্মেলন ডেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা, কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন ও টানা অবরোধের ডাক দেয়া হয়। এরপর সেখান থেকে একটি মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।