প্রধানমন্ত্রীর সমাবেশে পঙ্কজ ও শাম্মী গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা চলাকালীন পঙ্কজ নাথ ও শাম্মী আহমেদের গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৪০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে হাতে ব্যানার ও প্লেকার্ড সাইনবোর্ড নিয়ে জয় বাংলা ও নৌকা মার্কার স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করার কিছু সময়ের মধ্যেই দুই গ্রুপের মুখোমুখি উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধো ধাওয়া পাল্টা ধাওয়ায় পাঁচ জন আহত হয়।

বরিশাল সদর হাসপাতাল নার্সিং কর্মকর্তা মো. চঞ্চল জানিয়েছেন, আমরা এই পর্যন্ত পাঁচজনকে চিকিৎসা দিয়েছি। তারা সকলেই হিজলা মেহেন্দিগঞ্জ এলাকার। আহতদের মধ্যে একজনের মাথায় আঘাত পাওয়ার কারণে অবস্থা গুরুতর।