প্রধানমন্ত্রীর রূপপুর আগমন উপলক্ষে শিক্ষার্থীদের ‘ফ্ল্যাশ মব’

:
: ৭ years ago

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ফাউন্ডেশনে প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন হবে আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজের সূচনা ঘটবে। এ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপপুর উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী একটি বর্ণাঢ্য ‘ফ্ল্যাশ মব’ প্রদর্শনীর
আয়োজন করে।

শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ ও লাল রঙয়ের টি-শার্ট ও টুপি পরে স্কুল মাঠে ‘LOVE ROOPPUR’ শীর্ষক একটি ফিগার তৈরি করে। ফ্ল্যাশ মবটি ড্রোন ক্যামেরার সাহায্যে ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম কংক্রিট ঢালাই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। রসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।