প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

লেখক:
প্রকাশ: ২ years ago

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শপথ নেওয়ার সাথে সাথে আগের মন্ত্রিসভা যেহেতু ভেঙে গেছে, সেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মেয়াদও শেষ হয়েছে।

তবে, শপথ নেওয়ার পর আবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন- কামাল আব্দুল নাসের চৌধুরী (নতুন), সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী, গওহর রিজভী।

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন।