প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অধীনে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রেখেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। শপথের পর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী।

 

 

এর মধ্যে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নসরুল হামিদকে। সদ্য বিদায়ী মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন করে প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু নতুন মন্ত্রিসভায় সেখানে কাউকে দেওয়া হয়নি।

নতুন মন্ত্রিসভা প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের। এর মধ্যে রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।