প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আনন্দ র‌্যালী

লেখক:
প্রকাশ: ৩ years ago

শামীম আহমেদ \ বিএমএসএফ’র (বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম) দীর্ঘদিনের দাবী সারাদেশে পেশাদার সংবাদকর্মীদের ডাটাবেজ তৈরির উদ্দ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী করেছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নগরীর টাউন হল চত্ত¡রে ওই আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আরিফ হোসেন’র সার্বিক সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, জাতীয় সাংবাদিক সোসাইটির বরিশাল শাখার সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তরুন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, লন্ডন টাইমস নিউজের বরিশাল প্রতিনিধি এবিএম তারেক, জি টিভির বরিশালের ক্যামেরা পারর্সন অমল দাস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মশিউর মন্টু, যুগ্ন-সম্পাদক বেল্লাল হোসেন,শাহাদাত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ পাটোয়ারী, দপ্তর সম্পাদক এম আর শুভ, প্রচার সম্পাদক-লিটন বায়েজিদ, কোষাধ্যক্ষ মিজান পলাশ।

এছাড়াও সংগঠনের সদস্য সদস্য মেহেদী তামিম, বেল্লাল হোসেন, খাইরুল ইসলাম, রাকিব হাওলাদার, সুব্রত, বিজয় নিউজের স্টাফ রির্পোটার নাসির উদ্দিন প্রমূখ। প্রকাশ থাকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১৪ দফার দাবিতে ২০১৩ সাল থেকে আন্দোলন করে আসছে। ১৪ দফার দাবির মধ্যে প্রথম দাবিটি ছিল সরকার কর্তৃক সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রæত প্রণয় করে আইডি নাম্বার প্রদান করতে হবে।

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের সরকারী উদ্যোগ হাতে নিয়েছে।

তাই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে আনন্দ র‌্যালি করা হয়।