প্রথম ৫ টেস্টে মুশফিকের চেয়ে এগিয়ে লিটন

লেখক:
প্রকাশ: ৭ years ago

বাংলাদেশ দলের অন্যতম সেরা টেস্ট খেলোয়াড় বলা হয় মুশফিককে।  টেস্ট সেরা অধিনায়ক হিসেবেও মনে করা হয় মুহফিকের নাম।  কিন্তু আজকের মুশফিককে এই পর্যন্ত আসতে বেশ সময়ও লেগেছে বটে।  পরিসংখ্যান ঘাটলে দেখা যায় আজকের মুশফিক এই পর্যন্ত আসতে তার বেশ কাঠগোড়ায় পোহাতে হয়েছে।  প্রথম ১০ টেস্টে মুশফিকের ব্যাট এতো না হাসলেও সেই দিক দিয়ে বেশ এগিয়ে তরুন উইকেট কীপার লিটনের।

চলুন মুশফিকুর আর লিটনের ক্যারিয়ারের প্রথম দিকের স্ট্যাট নিয়ে একটু আলোচনা করা যাক ।

প্রথমেই মুশফিকুরের প্রথম দশ টেস্টের রান গুলো একটু দেখে নেওয়া যায়ঃ
(১৯, ৩), (২, ০), (৯, ৮০), (১১, ১), (৭, ৬), (৮, ০), (৭, ২), (১৫, ৪), (৭৯, ৩২), (৭)

এবার চলুন লিটনের খেলা এই পর্যন্ত পাঁচটি টেস্টের স্ট্যাট দেখে নেয়া যায়ঃ
(৪৪), (৫০), (৩), (৫, ৩২), (২৫, ৪)।

আর সেই হিসেবে লিটঙ্কে আরো সময় দিলে লিটন যে মুশফিকের চেয়েও আরো ভালো ব্যাটসম্যান হবে তা আর বলার অপেক্ষা রাখে না।