প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী চলমান লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত দুই শতাংশ কোটা প্রথা বাতিল চেয়ে রিট করেছেন এক আইনজীবী। সোমবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
রিটে শিক্ষা সচিব, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ চারজনকে বিবাদী করা হয়েছে। পরে আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
‘সরকার নীতিমালা করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দুই শতাংশ কোটা চালু করেছে। এটা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। তাই এর বিরুদ্ধে রিট দায়ের করেছি।’
একইসঙ্গে রিট শুনানিকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে প্রথা অনুযায়ী ভর্তি স্থগিত রাখার অন্তবর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। এ আবেদন আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের উক্ত বেঞ্চে শুনানি হতে পারে বলে জানান আইনজীবী ইউনুস আলী আকন্দ।
তিনি বলেন, প্লে শ্রেণিতে ভর্তি পরীক্ষা না নিলেও প্রথম শ্রেণিতে অন্তত বাংলা এবং ইংরেজি বিষয়ে পরীক্ষা নিতে পারেন। দীর্ঘদিন প্রথা বা রিতি অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে পরীক্ষা গ্রহণ করে তাদের যাচাই বাছায়ের মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি করা উচত।