সমাজসেবা অধিদফতরাধীন সরকারি শিশু পরিবার এবং অন্যান্য প্রতিষ্ঠানের ৫৫০ জন শিশু নিবাসীদের সাথে মাহে রমজানের প্রথম দিনে ইফতার করলেন জেলা প্রশাসন পরিবার। আজ ৭ মে মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর আমতলার মোর অবস্থিত সমাজসেবার শিশু পরিবারের। কোমলমতি সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করেন জেলা প্রশাসক এস, এম, আজিজুর রহমান ও জেলা প্রশাসন পরিবারের সদস্যবৃন্দা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, মোঃ সাব্বির ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, মোঃ ইকবাল আক্তার, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ হোসেন চৌধুরী, উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ সমাজ সেবার বিভিন্ন নিবাস গুলো ঘুরে দেখে কোমলমতি শিশুদের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ইফতার করেন।