কোচ হয়ে যোগদানের পরই ক্ষমতাটা নিজের কাছে রেখে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। দলে স্থায়ী কোনো অধিনায়কের ওপর ভরসা রাখেন নি তিনি। এবারের বিশ্বকাপেও অধিনায়ক বদল বদল নীতি ধরে রেখেছেন সেলেসাওদের কোচ। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটিতে হলুদ জার্সিধারীদের নেতৃত্ব দেবেন মার্সেলো। এনিয়ে গত ২১ ম্যাচে ১৪ জন নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলকে।
অধিনায়ক হিসেবে মার্সেলোর এটি দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে হারের স্বাদ পেতে হয়নি তাকে। এই কারণেই হয়তো দ্বিতীয় ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী। মার্সেলো জানালেন অধিনায়কত্ব করাটা তার কাছে চাপের কিছু নয়, এটাকে উপভোগ করতে চান তিনি।
ফেভারিটের তকমা নিয়ে এবারের বিশ্বকাপে এসেছে ব্রাজিল। আর হবেই বা না কেন! এর আগে পাঁচ পাঁচবার বিশ্বজয়ের অভিজ্ঞতা রয়েছে ল্যাটিন দলটির। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জয় করতে পারেনি ব্রাজিল। ২০০৬ ও ২০১০ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে হলুদ জার্সিধারীরা। গত আসরে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জায় শিরোপাভঙ্গ হয়।
এবার আর আফসোস করতে চায় না ব্রাজিল। এবার বিশ্বকাপের ট্রফিটা জিততে চান ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, ‘আগের চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল। আমরা চাই ভালো ফল অর্জন করতে। প্রথম ম্যাচে জয় দিয়ে আমরা শুভ সূচনা করতে চাই।’
গেল আসরে শেষ ষোলো থেকে বিদায় নেয় সুইজারল্যান্ড। এবার আরো ভালো কিছু করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় এসেছে দলটি। প্রথম ম্যাচ থেকে ভালো খেলতে চান সুইস অধিনায়ক স্টেফান লিচেটস্টেইনার। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল। এজন্য শুরুটা ভালো করা জরুরী। ব্রাজিল অনেক বড় দল। তবে জয়ের জন্যই মাঠে নামবো আমরা।’