একটা সময় ছিল যখন মোহাম্মদ রফিক ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলে কোনো বাঁহাতি খেলোয়াড় খুঁজে পাওয়া যেত না। ধীরে ধীরে সংখ্যাটা এক থেকে দুই-তিনে উন্নীত হয়। তবে বাড়তে বাড়তে সেটি এখন সাতে উন্নীত হয়েছে। চট্টগ্রাম টেস্টে সাতজন বাঁহাতি নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। এরমধ্যে টপঅর্ডারের পাঁচজনই বাঁহাতি! টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো কোনো দলের প্রথম পাঁচ বাঁহাতি ব্যাটসম্যান দেখল।
দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ইনিংস ওপেন করতে নামেন। নাথান লায়নের বলে তামিম ফিরে যাওয়ার পর ক্রিজে নামেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। এরপর একে একে আসেন আরো দুই বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক ও সাকিব আল হাসান। সাকিব ক্রিজে আসতেই রেকর্ড গড়ে বাংলাদেশ।
২০০২ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই বাঁহাতি খেলতে দেখল। সেবার বাং এরপর একে একে ক্রিজে আসেন নাভিদ নওয়াজ, হাসান তিলকারত্নে, সনাথ জয়সুরিয়া।
এরপর ২০১০ সালে ঘটে দ্বিতীয় ঘটনা। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে এমন রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ক্রিসগেইল ও ডেভন স্মিথের বিদায়ের পর একে একে ক্রিজে আসেন আরো তিন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল ও ব্রেন্ডন ন্যাশ।